টেনে নিয়েছ তুমি যৌবনের তপ্ত আগুনে,
বিরহ মুক্ত স্বাধীন বসন্ত লগনে ।
সেই থেকে আছি অদৃশ্য বাঁধনে,
তোমার হিয়ার  উন্মুক্ত গগণে।
বারে বারে ডাকো, খুঁজে ফিরো সর্বক্ষণ,
পাশাপাশি  আছি তবুও করো স্মরণ!
রাগ হলে মোর পিছে পিছে ঘুরে,
একলা যেতে দেও নাকো দূরে।
সে যে  আমার চির সাথী, আপন আপন;
অন্তর্যামীর অদৃশ্য মায়ার  বাঁধন।
তুমি নিয়েছো কেঁড়ে গোপন খবর দেবি!
অদৃশ্য বাঁধনে দেখি তোমারই ছবি।