শূন্য এ ঘরে! দুর্দিনে আজ খুঁজছো কি ধন ?
প্রথম প্রভাতে নিয়ে গেছো সব। আছে শুধু ঘ্রাণ,
আকুল ধারায় ঝরছে অশ্রু, স্তব্ধ মধ্য নিশীথে।
নিভে গেছে দ্বীপ শিখা, অভাগি চেয়ে আছে পথ পানে।
মেঘকন্যারা ছুটে চলে বিরমহীন নভোপানে,
যাওয়ার পথে রিক্ত চিত্ত ভরে দেয় ব্যথার দানে।
সে পথ ধরে, ছুটে চলে এমনি করে দিন ভরে
ঝরর্ণার বাঁকে সীমাহীন মাঠ ঘাট শত পথ ধরে।
আজ দুর্দিনে চিতাগ্নিসম জ্বলে তার ঘরে,
বাতায়ন খুলে দেখল চৌদিকে ঘেরা আঁধারে।
মলিন বদনে শূন্য গগনে এ ঘরে আজ হাহাকার ধবনি,
সব কিছু ছেড়ে, এমনি করে যাবে! কেউ কি তা জানি ?
                    নিশীথে লুকায় অভাগিনী
জল ছলছল আঁখিতে জ্বলে বেদনার চিতাগ্নি।
শূন্য ঘরে আজও ওঠেনি বধুর মধুর হাসি,
মধ্যদুপুরে স্মৃতি ভুলে দ্যাখে দূর আকাশে শশী।
শিয়রে জাগা স্বপনচারি আঁধারে জড়ানো এলোচুল,
সুশীতল করতল সান্ত¡না মোর আজ সব ভুল।
শূন্য এ ঘরে! দুর্দিনে আছে শুধু স্মৃতির পরশখানি,
শাড়ির আঁচলে আঁখিজল মোছে বেদনার বীণাপানি।