বায়ু বহে হিমহিম শুষ্ক তাপে
ম্রিয়মান দিবসের দুঃসহ অবগাহনে
সীমাহীন দৃশ্যের ধূসর মোহনায়
                 দৃষ্টি থেমে যায়।
নৈঃশব্দের আলো আঁধারের মাঝে।
মর্ত্যে-অমর্ত্যে অলৌকিক লোক-লোকান্তরে
ঘোমটা খসে পড়ে নিবিড় গভীরে।
স্বপ্নহীন কল্পমেঘের সীমানায়।
বায়ু বহে, শরীর মজ্জায় লাগে টান।
তবু আলো আঁধারের মাঝে চলে
                নিত্য দিনের বেসাতি।