সন্ত্রাসে সন্ত্রস্ত দেশ, রক্তপাত  এ দৃশ্য প্রতিদিন;
নৈতিকতায় ধস্ নেমেছে, আমরা কতো হীন।
অত্মস্বার্থে, দেশের স্বার্থ বিক্রি করছি প্রতিদিন;
বন্ধুর চেয়ে শত্রুকে ভালোবাসি। আমরা কতোটা নীচ!
দুর্নীতিতে জর্জরিত। স্বীয়স্বার্থে দুর্নীতিবাজ আমরা,
সুখশান্তির বঙ্গদেশে আজ শাপদসংকুলে ভরা।
দেশমাতাকে ভালোবাসি এটাই কি অপরাধ!
স্বর্গদপি-গরিয়সী এ জন্মভূমিকে ভালোবাসি অঘাত।
কর ফাঁকি, ধোঁকাবাজি, দুর্নীতি করছি প্রতিদিন,
বিশ্বের বুকে আমরা আজ কতো হীন!
হত্যা-খুন-ধর্ষণ এ  দৃশ্য প্রতিদিন।
সভ্যদেশে অসভ্যের ছড়াছড়ি! আমরা কতো হীন।