আমি দেখেছি বিজয়ের পতাকা
মুক্তির অন্বেষণে; বিজয়ের কলরবে,
লাল সবুজের পতাকায় অশ্রুসজল দৃষ্টিতে
মুক্তিকামী মানুষের পতাকায়।
আমি বিজয় দেখেছি-
ভোরের পতাকা শোভিত মিছিলে,
অগ্রহায়ণের সোনালী ধানক্ষেতে।
বিজয়ের হাওয়ায় নেচে নেচে ,নদীর কলতানে,
পালতোলা নৌকার বিজয়ের রাখালী সুরে।
আমি বিজয় দেখেছি -
ছেলেহারা মায়ের অশ্রুসজল দৃষ্টিতে,
স্বামীহারা বোনের মুছে যাওয়া স্বপ্নতে।
বাঙালির মুক্তির আকাঙ্খায়
লাল-সবুজের পতাকায়।
আমি বিজয় দেখেছি-
বঙ্গবন্ধুর ৭মার্চের জ্বালাময়ী ভাষণে,
বাঙালির পতাকা শোভিত বিজয়ের মিছিলে,
কৃষক-শ্রমিক-শিক্ষক-জনতা সবাই মিলে।
শাসন-শোষণ ভুলে,
বাঙালির পতাকা তলে।
আমি বিজয় দেখেছি-
বাঙালির রক্ত কণিকায়,
জ্বলে ওঠা মৃত্যুর শপথ নিয়ে
মুক্তির অন্বেষণে; বিজয়ের মিছিলে।
আমি বিজয় দেখেছি -
বসন্ত শোভিত উত্তল মার্চ থেকে ডিসেম্বরে।
পরাধীনতার গ্লাণি ভুলতে
দামাল ছেলেরা যোগ দেয় বিভিন্ন সেক্টরে।
আমি বিজয় দেখেছি -
নতুন পতাকা ওড়ানো মৌ মৌ গন্ধে,
বাঙালির দৃঢ় প্রত্যয়ে।
বিভেদ ভুলে, বাঙালির চেতনায়ে।
আমি বিজয় দেখেছি -
পাক-বাহিনীর দৃশ্যমান আত্মসমার্পণে।
বাংলাদেশ স্বাধীনতার সূচনা লগ্নে,
মুক্তিযোদ্ধাদের বীরত্বের সংগ্রামে।
আমি বিজয় দেখেছি -
সেই মিষ্টি মধুর কথায়
যখন শুনি - আমি বাঙালি
আমার ভাষা বাংলা
আমার দেশ বাংলাদেশ।


=================================
রচনাকাল : ১৬ ডিসেম্বর ২০০৬