আমার প্রিয় বাংলাদেশে
              সবুজ-শ্যামল আবেশে,
মেঠোপথে পাখির গানে
              গুন গুনিয়ে আপন মনে;
গেয়ে চলে রাখালিয়া গান
       বাংলা আমার চির সবুজ প্রাণ।
বাউল গানে এক তারা হাতে
       গেয়ে চলে বাংলার পথে পথে,
আমার প্রিয় বাংলাদেশে
              সুর ছড়িয়ে অচিন দেশে।
শাপলা-শালুক দীঘির জলে
              জল থৈ থৈ আপন তালে,
মৌমাছিরা ফুলের পরে
                   প্রজাপতি নৃত্য করে;
আপন সুরে আপন বেশে
               আমার প্রিয় বাংলাদেশে।
শিউলি ঝরা শরত প্রভাতে
               দেয় যে দোলা আবেশে,
শীত বুড়ি শ্রভ্র কুয়াশায়
          দিন গোনে বসন্তের আশায়।
হেমন্তের ঐ সোনালী ধানে
             মন মাতানো লালন গানে,
গ্রাম বাংলা নবান্নের উৎসবে হাসে
   মন মাতানো আমার প্রিয় বাংলাদেশে।
কোকিল-দোয়েলের মিষ্টি গানে
            সজীবতা আনে নতুন প্রাণে,
চৈত্র খরায় ধরণী কাঁপে
               অসহ্য সেই তীব্র তাপে।
হঠাৎ ওঠে কারবৈশাখী ঝড়
              সজীব করে বর্ষায় আষাঢ়,
আমার প্রিয় বাংলাদেশ
           চির সবুজ তার নবীন বেশ।