আমরা পারিনি ধরে রাখতে বিজয়ের সেই গৌরব
       বঙ্গবন্ধুর তেজোদ্দীপ্ত মুক্তিসংগ্রামের অঙ্গীকার।
আমরা পারিনি ধরে রাখতে বাঙালির ঐক্য,
         যুদ্ধ জয়ের অনন্দ; সুন্দর স্বদেশ গড়ার স্বপ্ন
আমরা হারিয়েছি আমাদের বিবেক, সাম্য, ঐক্য।
সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি শাসক শ্রেণির কাজে
বড়ই দুর্ভাগ্য আমাদের;
      সীমাহীন লোভ আর অদক্ষতার মাঝে
আমলাতান্ত্রিক জটিলতা আমাদের নিয়মিত কাজে।
         দ্রব্যমূল্য আকাশছোঁয়া, জনমনে অস্থিরতা।
অর্থনীতিতে কতিপয় সুবিধাভোগীর পোয়াবারো
         ন্যায়নীতি তথা মানব উন্নয়নে অধঃপতন।


আমরা পারিনি ধরে রাখতে আমাদের একতা
           বেড়েছে ধনী-গরিবের শ্রেণীগত বৈষম্য
কর্মকর্তা-কর্মচারীর মধ্যে দূরত্ব, শোষণ, ব্যবধান।
বিদেশী মুদ্রার মজুদ আছে, অথচ মানব উন্নয়নে অধ:পতন।
অদক্ষনীতির ফলে দুর্নীতিতে চ্যাম্পিয়ানশিপ অর্জন,
            মুক্তিসংগ্রামের বাংলাদেশ আজ বহুদূরে।


আমরা পারিনি আমাদের শাসনব্যবস্থাকে সংবেদনশীল
                           সৎ ও দক্ষ করতে।
                    গগণচুম্বী বৈষকে রুখতে।
কেবল, আমরা গড়েছি অদক্ষ, হতাশ , বেকার প্রজন্ম।
কুচক্রী  মহলের চাপে ও তাপে সৃষ্টি করছে
                          ক্রমবর্ধমান মূল্যস্ফীতি।
ভ্রান্ত অর্থনীতির কূটকৌশল ও দুঃশাসনে
                    গরিব আরও গরিব হচ্ছে!  
বাকস্বাধীনতা, জবাবদিহিতা, আইনের শাসন,
        নাগরিক অধিকার ,সবই আজ পরপারে;
নীতি নির্ধারকের মুখের বড় বড় বুলি, সব হবে।
এ দিকে স্বার্থান্বেষী  পুঁজিবাদী নব্য এলিট শ্রেণির উত্থান।
                উন্নয়নখাতে বর্হিশক্তির হস্তক্ষেপ।
প্রতিহিংসার রাজনীতিতে ফায়দা লুটছে প্রতিপক্ষ,
             সুনামগুলো শুষে নিয়ে দুর্নাম রটাচ্ছে।