আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক,
অভ্যুদয়ের লীলাখেলা ঘটনা বহুল অধীক।
জীবনী শক্তির ক্ষীণ স্রোত দাবিয়ে পদাঘাত,
জাতিসত্তা কেড়ে নিয়ে মারল কুঠারাঘাত।


আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন বাঙালি,
মায়ের স্নেহ জড়িয়ে বুকে ভালোবাসা ঢালি।
নেই কোন খাদ এই মমতায়, এই আদরের হাসি,
দিগন্তে মিলিয়ে রাখি সীমানার রাশি।


আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন অধিবাসী,
কৃষক মজুর জেলে তাতী সবাই ভালোবাসি।
সকল দেশের সকল জাতির সবারই সেরা,
স্নেহ মমতায় জড়িয়ে আছে, চারিদিকে ঘেরা।


আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন একটি জাতি,
বিশ্বের মাঝে ছড়িয়ে দেব অরুণ আলোর জ্যোতি।
নেই কোন ডর, নেই কোন ভয়, নেই কেহ আর পর;
গড়ব আমরা আপন কুঠির শান্তি সুখের ঘর।


আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন বঙ্গবীর,
জান দিবো তা মান দিবো না, নুয়াবো না আর শীর।
দূর করব সব গ্লানি, সব অপবাদ বিদ্বেষ,
গড়ব আমরা স্বাধীন একটি সোনার বাংলাদেশ।


আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন নর-নারী,
ভাই-বোনেরা এসো, সবাই আমরা লেখাপড়া করি।
জ্ঞান গরিমায় শিক্ষা দীক্ষায় রবো নাকো পিছে,
জ্বালব আমরা জ্ঞানের মশাল সকল জাতির শীর্ষে।


আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন নওজোয়ান,
দেশ গড়ব এক শপথে, সবাই হবো আগুয়ান।
শক্ত হাতে ধরব আমরা স্বাধীন  পতাকা,
কাজ করব দেশ গড়ব, সবাই রবো একতা।


আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন কারিগর,
বিভেদ সবই দূর করব কে নারী আর কে নর?
এক শপথে দেশ গড়ব স্বাধীন বাংলাদেশ,
গড়ব আমরা স্বাধীন একটি সোনার বাংলাদেশ।