অন্ধকারে খাঁচাবান্দি এ রাত
                         যেন অনন্ত আঁধার।
দিগন্তে ছড়ানো সেই জলরঙ
                   আঁধারে তলায় বারবার।
  গ্রহ নক্ষত্রের সাথে
                    জেগে থাকি সারারাত,
   প্রেমময় নারীর ঈশারায়
                       ঐ দেখ আদমসুরত।
   মেঘে মেঘে গন্ধ বিলায়
               এ যেন মায়াবি প্রমীলাপুরি,
  কেঁপে ওঠে সুখে
                   স্বপ্নে মাতোয়ারা নারী।
শূন্য উদ্যানে, মালভূমি, পাহাড়ে
               আছড়ে পড়ে অনন্ত আঁধার,
ফুলে ফুলে শোভিত প্রেমকানান
                     আঁধার কাটেনি অন্তর।
  তবু আঁধার কেটেছে কি প্রেমবাগে!
               প্রণয় মিলনের মানমন্দিরে!
  নিশিদেবি ভর করে
                  প্রেমালোর মধ্য আঁধারে।
                        


     (১২জুলাই২০০৯)