হৃদয়ের কাব্যানুভূতির দোলা দেয় বৃষ্টি,
নূপুরের ছন্দে, প্রকৃতির আনন্দে;
স্মৃতি স্বপ্ন আর অনুভূতির কথোপকথনে,
                  আপন অনুভবে।


ডায়ারির পাতা এলোমেলো বৃষ্টির ঝাপটায়,
অবশেষে পাই হিমেল শান্ত স্নিগ্ধ কমনীয়তায়;
হৃদয় চিত্তে আত্মার টানে চলি কদম কাননে,
                   বেদনার অভিমানে।


মেঘলোকের বর্ষাকাব্যে মহাপ্লাবন চিরকালের বিরহ,
আষাঢ় সন্ধ্যায় ঘনীভূত মেঘে অজস্র ফুলের সমারোহ;
আঁধার রাতে কল্লোলিত রক্তে কি যেন আহবান পবনে!
                         সেই আপন ভূবনে।


নিমগ্ন ঘনঘোর আঁধারে মুখ দেখি গম্ভীর নিনাদে,
ঝাপসা দৃষ্টিতে চেয়ে থাকি ধূ ধূ প্রান্তরে;
অতিদূরে দিগন্তে বিদ্যুৎ চমৎকায় গগনে,
                      নীল ধূসর নয়নে।