সপ্তমীর চাঁদে মহাক্রান্তা, বর্ষার ছন্দে তবু খুশি মেঘদূত,
প্রথম মেঘের আনাগোনা, স্বপ্ন কী যেন বেদনা অদ্ভুত!
শঙ্কিত মনে বিরহের গান বাজে তারই আগমনে,
                  আপন ভূবনে!


আষাঢ় সন্ধ্যায় ঘনীভূত মেঘ শ্রাবণ সন্ধ্যায় ঘোরে,
প্রেয়সীর ভেজা মুখ বারবার স্মৃতিতে ভর করে;
স্বপ্নের ঝড়বৃষ্টি, দুঃস্বপ্নের ভয়াল ক্রুরতার স্বপ্নহীন দিনে,
                বিরহ আষাঢ় শ্রাবণে!


রিমঝিম বৃষ্টির ঐক্যতান চলে দিন-রাত্রির এ বুকে,
উত্তরে চলে দ্রুতবেগে তার সাথে তারই গোপন সুখে;
দিগন্তে মিলে যায় আরও দূরে স্বপ্ন সুখের টানে,
               একান্ত আপন ভূবনে।


চঞ্চলতায় মেতে উঠি প্রত্যাশিত হৃদয়ের আলিঙ্গনে,
অদৃশ্যের মাঝে দেখি সম্মুখে ছায়াহীন ঘুমন্ত চুম্বনে;
লুণ্ঠিত হৃদয়ে তারই ছবি ভাসে ক্ষণে ক্ষণে,
             যাতনার আষাঢ় শ্রাবণে!