ব্যথা আর বেদনায় খুঁজে চলি দূর জানালায়,
অস্তিত্বের শিকড়ে ক্রমাগত বিরহের প্রতিধ্বনি;
বেদনায় নীল,  অশ্রুসিক্ত অসহায় মনে মনে
                স্মৃতিময় গানে!


শত বছরের পুরনো বিরহের বার্তা নিয়ে আসে মেঘদূত,
কল্পরাজ্যের চির সৌন্ধর্য যেন কল্পলোকের ভূত;
অহর্নিশ ফুল ফোঁটে কদম-কেয়া-কৃষ্ণচূড়া বনে,
                 আষাঢ় শ্রাবণে।


অসহায় মনে জেগে ওঠে বিষণ্ন অশ্রু বেদনার,
স্বরবৃত্তে ঝিঁঝিঁ গান শোনায় স্বপ্ন জয়ের ওপর;
মেঘসম্ভারের নৃত্যময় গতিতে উত্তর মেঘ টানে,
                 প্রেয়সীর প্রাণে।
ঘনঘোর বরষায় অপূর্ব চিত্রমালা স্মৃতিতে দেয় হানা,
অনুরাগের বৃৃষ্টি ঝরে আর পড়ে অভিমানের পত্রখানা;
বিরাগিনী আষাঢ়ী প্রতিমা আসে মেঘরাঙা অভিমানে,
আষাঢ় শ্রাবণে!