কুৎসিত উপহাসে কুঞ্চিত মুখ
বুকে আশ্রিত চন্দ্রমুখীর দুখ!
দিক-দিগন্তে জমাট বেঁধেছে মানবতা
বিরস বদনে চেয়ে আখি অতৃপ্ত নয়নে ।
নিরন্তের রাতের ঘুমকষ্ট যেন দুঃস্বপ্নের চোরাবালি,
অতৃপ্ত নয়নের ভেতর নিরন্তর নির্মম জেড়াতালি।
অন্ধ প্রেমের আলস্যে
রাতের আঁধারে ব্যর্থতাকে ভালোবাসি।
অবিনাশী সুখ-দুঃখের মর্মভেদী মায়াটানে,
প্রেম-যৌবনের উচ্চ রক্তচাপে থাকি অতৃপ্তি নয়নে।
ধুঁ ধুঁ শূন্যতায় নিরন্তর ভাসি তৃষ্ণায়,
হৃদয় মেঘের অনন্ত নীলিমায়
আনন্দ বেদনার শূন্যতায়;
সুর-সংগীতের মহিমায়।
স্বপ্ন আর বাস্তবের মধ্য উপলব্ধির বিশালতা,
মানব প্রেম অতৃপ্ত নয়নের রহস্যময় নীরবতা!
বেদনাকুসুম সজল বৃষ্টিতে ভিজি একাধারে,
রঙ বেরঙের ফল বসন্ত অথবা রাতের আঁধারে।
আজও চেয়ে থাকি দূর পানে অতৃপ্ত নয়নে!
একাকী নৈঃশব্দের কাননে।