অদ্ভুত নতুনত্বের মাঝে মায়াবী গান
                এক ঝাঁক রৌদ্রকণা,
নীল সমুদ্রে দেখা বিশ্বাসের প্রাণ প্রাচীর
            অনাদি নিঃশ্বাসে বুকের গান!
অদ্ভুত নতুনত্বের ভাগ্য রেখায়।
চোখের তারার মাঝে অদ্ভুত নতুনত্ব
       খোঁপা খোলা দমকা হাওয়া,
আঁধার সাঁতারে এক সমুদ্র সফেন
                           অনাদি নিঃশ্বাস!
অদ্ভুত নতুনতের মাঝে আমাদের বসবাস।
দূর পর্বতের মেঘ গহিনে
        লুকানো প্রেমের বর্ষাবাণে---
দূরন্ত ঢেউয়ের গতিপথে অদ্ভুত্ব নতুনত্ব!
                 শরৎ প্রেমের কাশবনে
শিউলি ধরাতলে শিশির বিন্দুর মাঝে
              এক অদ্ভুত্ব নতুনত্ব!
মৌমাছির চুম্বনে পুষ্পের আকর্ষণে
গভীরতা আনে নতুনত্বের বর্ষবরণে।
বৈশাখী ঝড়ে কিংবা ছাতিফাঁটা রৌদ্রে
তৃষ্ণার্ত পথিকের আনচান মন - - -
বসন্ত বাগানে নবীন প্রাণে ওঠে উচ্ছ্বাস
শীতের কুয়াশায় অথবা হেমন্তের গানে গানে
              এক অনাদী মায়াবী বিশ্বাস!
এমনই এক নতুনত্বের মাঝে বসবাস।