কে বাজালে বাঁশি ! চিত্ত উ’ঠল দুলে,
নিশীথ ঘুমে ভরে দিলে ফুলে ফুলে;
      বসে এই তরু মূলে
     কি নাম ধরে ডা’কলে!


বীণার ঝংকার তুলে; কি বাঁশি বাজালে!
     মুক্ত ফাগুনে অমৃত বিলালে।
          এ আঁখি সলিলে,
        আজ কোথা চ’ললে!


     বেলা অবেলায়, গোপন ব্যথায়
        কে বাজালে বাঁশি হায়!
      তব নাম ধরে ডাকো আমায়!
         এখন যে বড দুঃসময়!


কে বাজালে বাঁশি বেদনার বেলাভূমিতে!
     বিরহী যন্ত্রণার এ প্রতীক্ষাতে
       ভুলে! তব থা’কতে ভুলে
       আমার চিত্ত উ’ঠল দুলে!

কে তুমি কাঁদালে ব্যথার বালুচরে! বাজিয়ে বাঁশি
দুরু দুরু বুকে উ’ঠল জ্বালা; এ কোন সর্বনাশী!
     আমাদের মাঝে খেলছে খেলা রবি-শশি,
      কল্পলোকে! বসুমতি কে বাজালে বাঁশি।