বাসনা বিলাস
                     এম. মাহবুব মুকুল


    কুমারীর স্তব্ধগানে অবসাদ নামে
    উড়ন্ত পর্দার যাপিত জীপনে
                দিক-চিহ্নহীন বাসনা বিলাসে;
আত্নার তৃণমূলে খেদ ক্ষুধা অনিদেশ্য
  নিবিড় সমুদ্রের নিস্তব্ধতার বাসনা বিলাসে।
   কুমারীর স্তব্ধগানে ধাঁধা আঁকে
         নিশি জাগা সুরেলা কণ্ঠে,
      দৃশ্য পর্দায় ভাসে শূন্য মিনারে।
   মমতায় উড়ছে,
    ততক্ষণে বহুদূরে । দূরে অনন্ত উল্লাসে
    দেহহীন উল্লাসে মাতে বাসনা বিলাসে।
   রাতের স্নেহক্লান্তি মুছে নিদ্রাহীন বিকেলে,
          আচ্ছন্ন বিরক্তিকর গাঢ় অন্ধকারে।
   কুমারীর স্তব্ধগানে অবসাদ নামে
           প্রতিশ্রুতির সুরেলা কণ্ঠে।
   দূর প্রান্তে বেদনার উল্লাসে
                        বাসনা বিলাসে।
   প্রত্যাশার বিনিদ্র পহর কাটে
                    কুমারীর স্তব্ধগানে,
অভিসম্পাতে জর্জ্ রিত ।  শেষাবধি তারই টানে
               বাসনা বিলাসে।