নতুনত্বের আবির্ভাবে বিবর্ণ প্রহর!
ঊষা আর গোধূলিতে ঘণীভূত মেঘ
অথবা দ্বিপ্রহরের কোন এক সন্ধিক্ষণে
নিরবিচ্ছিন্ন নতুনের খোঁজাখুঁজি।
            এই শুভ ক্ষণে , শুভ লগ্নে।
ফুল-পাখি আর সবুজের সমারোহে
      সতেজ ধানের শীষে
              রূপালী ইলিশের বেশে
বিবর্ণ প্রহরে নতুনের  আগমন
মৃদু মন্দ সন্ধ্যার গুমোট হাওয়ায়
       অবরুদ্ধ তন্দ্রার ছলে
              ক্লান্তির বর্ষীয়ান উৎসবে চলি।
নবান্ন পাখির বসন্তের আমেজে
রাতভোর জেগে থাকা হাহাকার
তবুও পাইনি কোথাও নতুনত্ব!
শুধুই নতুনের মাঝে বিবর্ণ প্রহরের আবির্ভাব।
নির্দ্বিধায় ধুমায়িত চায়ের চুমুকে
     মধুর আড্ডায়
           নিবিড় সখ্যতায়
দুঃখে ঝরানো শত ফোঁটা রক্ত!
কোন কিশোরীর প্রেমে নয়;
ডানা মেলে প্রজাপতির মতো
উল্কাহীন চাঁদের দ্বীপশিখায়।
হৃদয়ের জ্বালানো ঝাড়বাতি
জোনাকি অথবা প্রজাপতি....
নতুনত্বের  আবির্ভাবে বিবর্ণ প্রহর!
        কুয়াশার আবরণে
অহর্নিশ সবুজ ছায়ায়
আলোকিত জোছনায়
বসন্তের চৈত্র ক্ষরায়
আজ বেদনায় বিবর্ণ প্রহর
        শুধু নীরব উচ্ছ্বাস!