অদ্ভুদ আঁধার নেমেছে আজ লোকালয়ে
বিপন্ন মানবতা কেঁপে উঠে ভয়ে!
নীতিকে দিয়েছি ছুটি। হয়েছি স্বজনপ্রীতি,
জনমনে আতঙ্ক চারিদিকে ভয়-ভীতি
কৃষ্ণমেঘের ঘনঘটা নবদিগন্তে
ওকি কালবৈশাখী !ঐ যে নীল নবঘনে
একি? হেমন্তেও দেখি সামদ্রিক বিপদ সংকেত।
সবকিছু শেষ, বিপন্ন মানবতা, মৃত্যুর সংকেত।
দিকে দিকে আজ যৌবনে লেগেছে খরা
মেতে ওঠে খুন ধর্ষণ হত্যায় ওরা
কৃষ্ণ মেঘের অদ্ভুত আঁধারে ঢাকা আজ
স্বাজতি বৈরী নেতৃত্ব দিবে কে আজ।
তারুণ্যের রঙ্গিন স্বপ্নে তোমরা দিশেহারা
বিপন্ন মানবতা! কে দিবে মুক্তির ঠিকানা।
নেতারা আজ ক্ষমতায় যাওয়ার নীতিতে অটুট।
মিছিল মিটিং বক্তৃতায় কতনা আশ্বাস
বিপন্ন মানবতা! পাই না কোথাও বিশ্বাস!
জনতায় জয় হবেই ভাই যদি তোমরা ওঠো জেগে,
পূর্ণিমার বহুদেরি, অমাবশ্যার শেষে
নিত্য নব কৌশলে উচ্চ পদস্থ তদন্ত কমিটি এইক্ষণে
বিপন্ন মানবতা  দুর্নীতিতে জর্জরিত  আজ ঋণে।
আতঙ্কিত জনমনে, অদ্ভুত আঁধার নেমেছে লোকালয়ে।