বিপদ আমাদের চারিদিকে
পানি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ
সর্বত্র ভেজালে সয়লব।
অপচিকিৎসা, রাস্তায় দুর্ঘটনা, আগুনে পোড়া
পানিতে সলিল সমাধি
যার অধিকাংশ মানব সৃষ্টি
আজ তা জাতীয় দুর্যোগ।
আমাদের নাজুক পরিবহন সংস্থায়
সংকতেবাতি সর্বদা অকার্যকর
যানবাহন চলে হাতের ঈশারায়।
আমাদের দুর্ভোগের অন্তঃ নেই
শহর মানেই যানজট আর দুষণ
আর নিয়ম নীতিহীন চলাচল।
আইন মানার বা না মানার দায়
কেউ নিচ্ছে না! জনগণ অসহায়।
আইন শৃঙ্খলা বাহিনী
ওরা তামাশা দেখে দেশের
আর উৎকোচ গ্রহণের সুয়োগ খোঁজে।
(রচনাকাল: ৩০ মার্চ ২০১৯)