কে কাকে বদলে দেবে বলতে পারো?
নিজের স্বভাব নিজেই যদি বদল না করো!
বদলে দাও! বদলে দাও!!
বললে হলো, আপন স্বভাব বদলে দাও।
নীতি যদি হয় আদর্শ চ্যুত!
স্বভাব দোষে আমরা হবো বাস্তচ্যুত।
যে যেখানে আছে, সেখান থেকেই
আদর্শহীন বদস্বভাব বাদ দাও আজকে থেকেই।
দুর্নীতি থেকে রক্ষা পাবে,
যার অধিকার সেই পাবে।
আজকে দেখো, নিঃস্ব মানুষের কথা বলে!
সম্পদ গড়ছে নিত্যনব কৌশলে।
সভা সেমিনারে বক্তৃতা আর বিবৃতিতে
নীতি কথার ফুল ঝরে।
সবাই সবার পকেট পোরে
বদলে দাও কি শুধু বললে হবে?
নিজের স্বভাব নিজেই বদলাতে হবে।
আলোর পথে নীতির সাথে
তরুণ সমাজ বদলে দাও বিশ্বটাকে।
                                      


    (০৮ নভেম্বর ২০০৯)