বর্ষাকে দেখি স্বপ্ন জড়ানো হৃদয়ের গানে
                      সুখ-দুঃখের দ্বৈতরূপে
         দেহ-মনের কর্ষণে
            বেদনার বর্ষণে!
কারো কাছে টানে , কারো বা সরায়
কেউ দেখে শহুরে কাচের জানালা দিয়ে।
     অরণ্য প্রকৃতির ঈষাণ কোণে
            কেউবা ভাবুক - - -
বর্ষাকে দেখি নিরাভরণ বেশে
দিগ্বিজয়ের দু'টি আঁখি নিয়ে
               আষাঢ়-শ্রাবণে।
কখনো সে চঞ্চলা, আবার মুখরা
রৌদ্রছায়ার খেলার সাথী।
             কখনো গম্ভীর---
বজ্রনাদ তার পাতাল অবধি!
কল্পনার ছায়াতলে সোহাগী মনে।
বর্ষাকে দেখি প্রেয়সীর চোখে
কি যেন হারানোর বেদনা ক্ষণে ক্ষণে
কখনো পাওয়ার ব্যাকুলতা
মেঘের আড়ালে ঐ এলো
            বৃষ্টি বীণার সুরে সুরে
বিরহীর মনে স্মৃতির গান ঘিরে
স্বপ্ন জড়ানো জানালার ধারে
                   সন্ধ্যা গগনে।
কল্পলোকের ক্লান্তির আবেশে।