আলো ছায়া মিশে রাত ক্রমশঃ রঙ বদলায়
রহস্যময় নবমীর অমাবশ্যায়,
চোখের সামনে যুবক হয় বয়সী ।
একলা জাগি বিসঙ্গত ও রহস্যময় রাত্রির করতলে
কুয়াশাচ্ছন্ন রহস্যঘেরা সেই সব দিন।
আমি সেই মধুর স্বপ্নে বিভোর হই,
পাহাড়ী ঢালে গুড়ি মেরে রাত নামে।
বৈচিত্রহীন মনে বলে ফেলি এক দমে।
নীলচে অথচ গভীর আগ্রহে দৃষ্টিপাত করি,
পূর্ণিমার ঠিকরানো আলোয় ছাড়ি
      উৎসব মুখর বাতাসে।
বেঁচে থাকার যুগ যুগান্তর আশ্বাসে।
বার্ধক্যের অসুন্দর কপালের রেখা
মুখের চামড়ায় ভাঁজ দিয়েছে দেখা
দেহের শক্ত গাঁথুনিতে এসেছে জরা
টের পাই যৌবনে লেগেছে খরা
          বিষক্ত সাপীনির মতো।
পূর্ণিমার চাঁদ ডুবতে থাকে অমাবশ্যায়
আসন্ন নবান্ন উৎসবে থাকি অনুভবে
আলো ছায়া মিশে ক্রমশঃ বদলাতে থাকি।
চেতনার গহীন প্রকোষ্ট আজ বয়সে ন্যূজ্ঞ
বুকের রক্তিম বিষণ্নতাও সংক্রমিত
উদ্বাস্ত জীবনের মধ্যরাতের অনিশ্চয়তায়
তবু টের পাই। যৌবনে লেগেছে খরা
            বিষক্ত সাপিনীর মতো।