সভ্যতার দীর্ঘ লোকালয়ে দেখি ঘন অন্ধকার
                 বেদনার মরীচিকা একাকার!
ঘূর্ণিমোহনার অন্তঃপুরে আলোক স্বল্পতা,
শান্তির কর্মকোলাহলে আজ বিষণ্নতা!
বিবর্তন !  সে তো এসেছে ধবংস-মৃত্যুকে ঘিরে
               দূরত্বের বৈরীপথে।
হৃদয়ে আজ প্রেম নেই। নেই কোন শান্তি,
                উদ্বিগ্ন ! অপ্রকাশ্র যন্ত্রনায়।
আমার স্বপ্ন মরে গেছে লোক চক্ষুর অন্তরালে
বৈরীপথে, তাদের অস্ত্রশক্তি বলে।
সভ্যতার দীর্ঘ লোকালয়ে দেখি উদ্বিগ্ন!
কেবল আশ্বাস আর ভিত্তিহীন কথা,
একই শব্দ, একই দৃশ্য, সবই বৃথা।
অন্ধ-মিথ্যা-শঠতায় ডুবে আছে ওরা
                   কে দেখাবে পথ?
    সভ্যতার এই ক্রান্তি লগ্নে !
চেয়ে দেখো চারিদিকে রোদন! হাহাকার ।
বাসযোগ্য সমাজে হত্যার ছড়াছড়ি,
সভ্যতার বৈরী হাওয়ায় দুলছে
            শঠতার বেড়াজালে।
হাহুতাশ করে কি হবে বলো!
সভ্যতার বৈরীপথে চলা অসভ্য জীবন।