উদ্বিগ্ন ----- হাজার প্রশ্ন!
আমি বয়ে চলা রূপালী নদী
          কেবল চেয়ে থাকি!
আচমকা সবাইকে প্রশ্ন করি
         আচ্ছা আজ কি...?
বৃষ্টি কেন ঝরে জানো ?
আকাশ আর সাগরের গভীর
            ভালোবাসার টানে।
কেন যেন এমন সবকিছু !
এভাবে ছেড়ে ছুড়ে চলে যাওয়ার
জন্যই কি তাহলে আসা!
         ---বুকের গভীরে স্বযত্নে
জিইয়ে রাখা---
হারানো ব্যথা কত সে অসহ্য!
সারা বছরই ধিকিধিকি জ্বলে,
তবুও অসীম আগ্রহ নিয়ে বলি,
পৃথিবীটা আরও অধিক
            বাসযোগ্য হোক...।
অন্য নতুন রঙ-রূপ-গন্ধ-অর্থ
প্রতিটি অনু-পরমাণু
          ছুঁয়ে যাক সবার অন্তর!
অজানা পুষ্পের পাপড়ির মতোন।
যা সৌরভ ছড়ালেও
       অচেনা সেই গন্ধ।
রঙিন হলেও অপরিচিত
           সেই রং আর...।
প্রেমজ উন্মাদনা না বাড়িয়ে
বরং দিঘীর জলের মতো
          গভীর প্রশান্ত আর....
সমাহিত ভাব সৃষ্টি করে।