আপনার কাজটা করে দিচ্ছি
ক’টা টাকা দিবেন তার জন্য এতো কৃপণতা!
গাড়ি-বাড়ি অন্য কিছুতো চাইনি;
     ক’টা টাকা। আর এটাকে ঘুস বললেন!
যান আপনার কাজ হবে না,
                     এক সপ্তাহ পরে আসেন।
সরকারি চাকরি করেন, এটাতো
                   আপনার অফিসিয়াল কাজ।
আমার ঘামঝরা, রোদে পুড়ে
                         ক’টা টাকা জমিয়েছি
এখান থেকেও ঘুস নেবেন!
আপনার নীতি কথা ছেড়ে; এখান থেকে যান,
কাজ করতে দিন।
এমন সময় সুপার এসে বলল, সুদ খাই না,
             ঘুস খাই না, ক’টা টাকা চেয়েছে
তার জন্য এতো কথা।
আপনি তো ওদের বস্, ঘুসই কাজের উপায়।
ওভাবে বলেন কেন!
             এই ক’টা টাকাকে ঘুস বললেন ।
আপনার অনেক দিনের কাজ,
         হিসাব করতে অনেক সময় লাগবে
টাকা দেন কাজ হবে
            নতুবা পরে আসেন। কতো পরে?
সেটা নির্ভর করবে,
               অপনার টাকা দেওয়ার উপর।
ঘুস আপনারা খাবেনই
পাশ থেকে(আমার মতো ভুক্তভুগি) একজন বলল,
পোষাক লেবাসে যাই থাকুক ঘুসই ওদের ধর্ম।
           (২২ মার্চ ২০১২)