কামনা বাসনার বেদনার  বিরহে,
সুপ্ত প্রেমের ব‍্যাকুলতা বাড়ে দ্রোহে।
ঝরাপাতা ঝরে আবেগে বর্ষার কোলে,
ঝুমবৃষ্টির মাঝে প্রেমিক মন দোলাচলে।


পুলকিত মনে ঝরেপড়ে বারেবারে ফুল,
আবেগী মন জেগে ওঠে প্রেমে দেয় দোল।
মেঘবালিকায় যেন শান্তির পায়রা উড়ে,
বিরহ কাতর প্রেমিকমন সারা বর্ষা জুড়ে।


বৈশাখী ঝড়ে দোলে না মন, উদাস সর্বক্ষণে;
আষাঢ়ের চিরযৌবনা প্রেম জাগায় ভাবুক মনে।
ক্ষণে ক্ষণে মনে মনে দুজনে আপন ঠিকানায় উড়ে,
কালিদাসের মেঘদূত উত্তরী মেঘ প্রেমিক জুড়ে।


আকাশ মেঘের ঘর্ষণে, বিদ‍্যুৎ চমকায় ক্ষণে ক্ষণে;
আঁধারে আলোকিত মন হৃদয় জাগায় দুজনে।
কামনার জোয়ারে ভাসে বিরহ বর্ষা জলে,
আবেগী মন চঞ্চল যৌবন বিরহে দোলে।