বৃষ্টি শেষে রোদ পড়েছে কৃষ্ণচূড়ার ডালে,
রংধনুটা মিশে গেছে মেঘ বৃষ্টির জলে।
ঐ য়ে দেখ সূর্যি মামা,
একটু পরে মেঘে ঢাকা।
মেঘ গুড় গুড় উল্টা হাওয়া ,
ঘূর্ণি পাকে হোঁচট খাওয়া।
মেঘ বৃষ্টির দমকা হাওয়া,
বৃষ্টি বাদল করছে ধাওয়া।
জল থৈ থৈ উদাস চোখে,
অথৈ কথা বর্ষা মুখে।
দওয়ায় বসে ছড়া কাটে,
মেঘ বিজলিতে কৃষক মাঠে।