মেঘমালার অপরূপ খেলা,
                 সিক্ত বাতাসে ভাসায় ভেলা।
                 গতিময় মোহনায় তটিনী ধায়,
                 জীবন তরঙ্গ প্রবাহিত নৌকায়।
                
                 মেঘাচ্ছন্ন আকাশে ক্ষণিকের বাতাসে,
                 নীল-সবুজের মাঝে মেঘছায়া হাসে।
                 সাগরের জলরাশি নভে খণ্ড মেঘে ধায়,
                 চিত্ত হৃদে মুকুলের স্পর্শে শোভাপায়।


                 পুষ্পপত্র বৃক্ষরাজি ধোয় অঙ্গ,
                 হার্দিক জীবনে সুখের তরঙ্গ।
                 তবু কষ্টের বেদনা ঝরে সমতলে,
                 নিরব ভাবনায় দোলে বৃষ্টির জলে।


                 আঁধার কালোয় অনুভূতি ভাবায়,
                 সিক্ত প্রেমে রিনিঝিনি গায় হৃদয়,
                 বাদলের ঝিরঝির বাতাস গগনে,
                 কবিকে ভাবিয়ে তোলে মন ভূবনে।