ফুলের পরে বৃষ্টি ঝরে
জলকেলিরা নিত্য করে,
আকাশ মেঘে দৃষ্টি দূরে
কাব্য কথায় মন যে ভরে।


মুসলধারায় বৃষ্টিঝরে জনপদে
উত্তরিমেঘ ঘামঝরিয়ে নিত্য কাঁদে,
আকাশে মেঘের তড়িৎ গর্জনে
পিরিত জ্বালা ক্ষণে ক্ষণে।


বৃষ্টিদিনে বিরহ গান সুরে সুরে
মনপাখিটা উদাস হাওয়ায় ঘোরে,
ঘর প্রেমিকের হৃদয় দৃষ্টি দূরে
একলা কোথাও কি মন ভরে !