পানকৌড়ি ছন্দ তোলে
ক্লান্ত পথিক ছাতার তলে।
বনলতার সবুজ বনে
পুষ্পেভরা বঙ্গোদ্যানে।


ফুলের শোভায় নৃত্য করে
বৃষ্টি নূপুর ছন্দ আনে।
দীঘল পায়ে নূপুর বাজে
বৃষ্টি মেঘে যায় সে ভীজে।


হিজল বনের কদম ডালে
গোপন শোভা চোখের জলে।
তাকিয়ে থেকেও দৃষ্টি ভোলে
আপন মনে সুর তোলে।
বৃষ্টিমুখর বর্ষা দিনে
বৃষ্টি নূপুর ছন্দ আনে।