নীল চোখের ঐ যৌবনে
বৃষ্টি নূপুর ছন্দ আনে।
উল্লাসে সব নৃত্য করে
উথাল পাথাল দিনটি ধরে।


কুটুম পাখি ডকল দূরে
সুরের নেশায় পাগল করে।
নবীন প্রাণের যৌবনে
বৃষ্টি নূপুর ছন্দ আনে।


বৃষ্টি ভেজা উৎসব রাতে
কালিদাসের মেঘদূতে।
উঠল মেতে শাপলা বনে
বৃষ্টি নূপুর ছন্দ আনে।