বৃষ্টিতে এই বাগ বাগিচায়
ফুল ফুটে রয় মন বাগিচায়,
পীরিত জ্বালা ক্ষণে ক্ষণে
অঝোর ধারা হৃদয় মনে।


পাষাণ হৃদয় নিষক কালো
মেঘ বৃষ্টি নিভিয়ে দিলো,
কপোল ভরে নয়ন জলে
পীরিত ব্যথা আপন ভুলে।


বর্ষাতে মনকাঁদে বিরহ ব্যথায়
সবুজ ছড়ায় প্রকৃতি পাতায়,
প্রেমিক মন রূপ হারায়
নতুন রূপ কাব্য কথায়।