প্রকাশ্য চন্দ্রালোকে ফাঁকা মাঠে দাঁড়িয়ে,
কখনও বা হেঁটে হেঁটে চোখ রাখি মোবাইলে,
চাঁদের আলোর সাথে মিশে
ভাবছি এবার হবে প্রতীক্ষার অবসান
কিন্তু না এবারও মিস্ কল!
         ঘুমে ঢুলুঢুলু চোখ
তুবও জেগে আছি; এখনই হয়ত।
কিন্তু কি আশ্চর্য ; আর কত !
নিশাচর পাখিগুলো উড়ছে আর
                 দূরের বটগাছে বসছে।
চারিদিকে ঝিঁঝিঁপোকার রোদন
মনে হয় মোবাইল ছুঁড়েফেলি,
সে হয়তো ঘুমিয়ে পড়েছে
ভাবতে ভাবতে সম্মুখে চলি
                   তখনই বাঁজলো
কিন্তু না “রং নম্বর সরি ভাই”
মাঠ  পেরিয়ে নদীর ধারে কাশবনে
           নদীটা যেন শান্ত সুবোধ।
               আচমকা ঘড়ি দেখি।
পাখির ডাকাডাকি আর আযানের ধ্বনি
চন্দ্রমুখী খোঁচা দিল একা কি বলছো?
        আচমকা উঠে বসি। দেখি
পাশেই দাঁড়িয়ে রয়েছে চন্দ্রমুখী।