বিজয়ের উল্লাস সে তো উজ্জল ধ্রুবতারা,
শাসকের নির্যাতনে আজ দিশেহারা।
                আশাছিল আসমান সম
আর প্রতিশ্রুতির আশ্বাস সীমাহীন
            মানব কল্যাণে দয়াহীন।
চিৎকার শোন ঐ বাংলার ঘরে ঘরে
শাসক আর এলিট শ্রেণিরা মাতে দুবাই উৎসবে,
গরিব দুঃখী মরে ধুকে ধুকে
আর ওরা! গরিবের টাকা পাচার করে!
কত শত উদাহরণ নাই বা দিলাম
     না বুঝে আমরা মারি সালাম।
স্মৃতিসৌধ, শহীদমিনারে পতাকা ওড়ে
শোাক স্মৃতির সামনে ওরা মনে মনে হাসে
     আমরা আছি আমাদের চেতনা নিয়ে!
                                প্রিয় বাংলাদেশে,
ওরা উল্লাস করে অন্য দেশের বিজয় দিবসে।
লাক্ষ শহীদের আত্মরা শোনে; যেন হতবাক,
বোমাবাজি দেখে আমরা বিস্ময়ে অবাক।
বেঁচে আছে যারা, তারা উজ্জ¦ল নক্ষত্র,
মানবাধিকারে চাই নিত্য অধিকার সর্বত্র।