অন্যরা কথা বলেনা আগের মতো
                     কেউ বোঝে না মনের ব্যথাকে।
কী দোষ! কী অন্যায়!! হয়েছে কী তা জানাজানি?
   সেই অপরাধে আজও টানছি সংসারের ঘানি।
কি চায়! তা কি জানি আমি!!
                তবে, তোমাকে চিনেছি আমি।
                   সে কথা জানে অন্তরযামি,
          ভালোবাসার বন্ধন সবচেয়ে দামি।
কিসের শত্রুতা! কিসের বৈরিত!!
             তোমার অন্তর নিয়ে কাড়াকাড়ি,
কি চায় তারা ! ভালো নয় এতো বাড়াবাড়ি।
তুমি চেয়ে থাকো পথপানে,
            ভরিয়ে দাও হৃদয গানে গানে
তোমার ভারোবাসার গভীরে অজস্র ফুল,
তুমি চিনেছো তোমার প্রেমের মুকুল।
                 তুমি চিনেছো, আমি জেনেছি!
দেবি তুমি অজস্র নারীর ভীড়ে প্রেম যমুনায়,
হৃদয় ছুঁয়ে দেও  নীলিমার হেমন্ত মায়ায়।
চেনা জানা এ মায়াবী সংসারে মানবীর ভীড়ে,
সুখে দুখে আছি মিলে  প্রেমের নীড়ে।