সবাই দেখে বাইরের রূপ। চাঁদ ওঠে না হৃদয গগনে
নৈশব্দে আষাঢ় সন্ধ্যা নামে ঘোর যামিনীর কৃষ্ণবর্ষণে।
কে চিনেছে কতটা? আর তুমিই বা কতটুকু!
তোমাকে চিনেছি ঢের বেশী! দরকার যতটুকু।
     হৃদয় দিয়ে চিনেছি। যখন থাকি একা,
মাঝে মধ্যে ভাটাপড়ে তোমার সোনাপাখি ডাকা।
              সে কথা তোমার আমার কি অজানা!
তুমি রাগো, আমি হাসি,
              আমি রাগি , তুমি কাঁদো।
অভিমানে খোঁজ সান্তনা।
            ডাকো মৃদ্রুস্বরে ঘুরে ঘুরে
             যতই থাকিনা কেন দূরে।
আমি সরলের চেয়ে সরল, জটিলের চেয়ে জটিল
নীলাকাশের মতো হৃদয় তোমার শুভ্র সতেজ দিল।
আজও পাশে থেকে কতটা চিনেছো সবাইকে!
দেবি প্রতিমা তুমি সোনাপাখি ডেকে।
পাপড়ি ছড়াও ,গন্ধ বিলাও সুন্দর প্রভাত থেকে।