সময় যত গড়ায়
চোখের আলো ততই ধূসর হয়,
চারিদিকে ধূঁ ধূ মরুভূমি
বালিয়াড়ির অনন্ত অসীম সে জমি।
উদর আকাশের বিস্তীর্ণ প্রান্তর জুড়ে
ঘনঘোর অন্ধকার ওঠে ভূঁইফুড়ে।
সময়ের পথে বয়সের চাপ
চামড়ায় ভাঁজ মলিন ছাপ!
সময়ের সাথে সাথে দূরত্ব শুধুই বাড়ে,
রোগ-ব্যাধি শরীরে আছড়ে পড়ে।
সময় যত গড়ায়
পরিবার(সংসার) পরিজন বড় হয়,
এক সময় সন্তান স্বজনেরা
একাকি ফেলে চলে যায়!
যা একবার হারিয়ে যায়
তা কি কখনো ফিরে পাওয়া যায়!
সময় শুধু সময়ের পথে ধাবমান
আটকাতে পারে এমন কেউ নেই তার সমান।
সময়ের পথে বয়সের চাপ
চামড়ায় ভাঁজ জীর্ণ মলিন ছাপ।
সময় চলে সময়ের রথে আগামীর পথে,
চামড়ায় ভাঁজ, মলিন ছাপ, তারই সাথে।
(রচনাকাল: ১৬ মার্চ ২০১৯)