ছুটছে মানুষ নাড়ীর টানে
                              বাস ট্রেন কিংবা নৌযানে,
          ঘর মুখো ঐ মানুষগুলো শহর নগর ছেড়ে
            প্রিয়জনের খোঁজে। আশা গিয়েছে বেড়ে।
           তাই, ছুটছে মানুষ নাড়ীর টানে
                                 আপন জনের সন্ধানে।
         কোলাহল এই ঠাসা গুমটের নগর জনপদ
                                     ছেড়েছে ব্যস্ত পথ,
             ছুটছে সবাই ষ্টেশনে, টিকিট নিয়ে হাফ ছাড়ে;
            নাড়ীর টানে দিনে দিনে ভীড় বাড়ে।
         বাঙালির উৎসব, দেখা হবে আপন জনের সাথে;
      তাই, ছুটে চলা নাড়ীর টানে গ্রামের পথে এক সাথে।
                  যানজটের প্রচণ্ড ভীড়ে
                 ছুটছে মানুষ মমতার টানে, শহর নগর ছেড়ে।
                 যাচ্ছে মানুষ নাড়ীর টানে
                উৎসব আর আপন জনের সন্ধানে।
      ব্যস্ত শহর বাঙালির প্রাণের উৎসবে আজ ফাঁকা ফাঁকা,
      নাড়ীর টানে, শিকড়ের সন্ধানে, সবার সাথে হবে দেখা।
        ভীড় ঠেলে ছাঁদে দাঁড়িয়ে বসে যাচ্ছে শহর ছেড়ে,
           গ্রামের পথে উৎসবের আমেজ গিয়েছে বেড়ে।
      গ্রাম মহল্লা বাড়িতে বাড়িতে উৎসবের ঘ্রাণ
   বৃদ্ধ মা-বাবা আজ
নাতি-নাতনী, ছেলে-মেয়ের মাঝে ফিরে পেয়েছে প্রাণ।
                                                  
      (১৯ সেপ্টম্বও ২০০৯া)