আমার হৃদয় জুড়ে বাঙালির ভালোবাসা
                           অর্থনৈতিক মুক্তির আশা।
দু’চোখে ক্রোধের আগুন মুছে
                     ধর্ম বর্ণের আত্মঅহংকার শুষে!
একতা থেকে, একই মিছিলে সমবেত হয়ে
          আপন কর্মে দেশ সেবায় নিয়োজিত হই।
দেশের চিন্তায়, দেশ-জাতির ভালোবাসায়
  এক হয়ে কাজ করি অর্থনৈতিক মুক্তির আশায়।
          ইতিহাসের নব-দ্বীপ
                          বাংলাদেশের স্বাধীনতা,
অর্থনৈতিক মুক্তি দিবে কাজের সততা।
                   গভীর নেশায় - একরাশ শূন্যতা,
শ্বাপদশংকুল পথে আমাদের পথ চলা
             বাংলার নীতিতে
           বিজাতীয় ভীতিতে,
কখনো জাতির বিবেক ধবংস করে!
               দুর্নীতি আর রাজাকারের সাথে করে।
নীতিহীন নেতা আর
                 অজ্ঞ সুশীল সমাজের সাথে চলাতে,
আমাদের অর্থনৈতিক দুরূহ বাড়ছে সাথে সাথে।
   তাই বারবার বলি, জাতিকে নৈতিক শিক্ষা দেও!
ঘুসের রাজত্বে দুর্নীতি ঠেকাও।
     নব নবীনকে বেকারত্ব হতাশা থেকে স্বপ্ন দেখাও,
কৃষক-শ্রমিককে ভালোবেসে শ্রমের মর্যাদা দাও।
       আমার চিন্তাজুড়ে বাংলার ভালোবাসা
                 অর্থনৈতিক মুক্তির আশা।
(২৮ মার্চ ২০১১)