চারিদিকে দেখো ঐ নতুনের গুঞ্জন,
লাল-সবুজের পতাকায়, চির সবুজের আগমণ।
পরাধীনতার শৃঙ্খল ছিল হাতে-পায়ে-মুখ বাঁধা
ধ্বংস করেছে রত্ন, নির্যাতন চালিয়েছিল সর্বদা।
ওরা ছড়িয়েছিল সততার মাঝে গুজবের কালো বিষ!
লেবাসে হাসিতে ছিল দালালির বিষ।
ভেদাভেদ ভুলে ছুটেছিল কোটি জনতা,
বাঙালির মাঝে আবার হও বাঙালি একতা।
চির সবুজ হাতে ধরো ন্যায়দণ্ড নীতি,
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও দুর্নীতি।
তোমাদের ছুঁতে হবে ঐ আলোক রেখা,
নব উদ্যোমে চলো, তবেই পাবে স্বাধীন বাংলা দেখা।
স্বাধীন স্বাধীন বলে করছ দরবার,
দুর্নীতি-স্বজনপ্রীতি-রাজাকার আজ একাকার।
এসো গাই চির সবুজ নবীনের জয়গান,
দুর্নীতি রুখে গাই বিজয়ের জয়গান।
কৃষক-শ্রমিক-কর্মচারি-ছাত্র-শিক্ষক জনতা,
বাংলাদেশকে ভালোবেসে আবার হই একতা।
দেখ দেখ! চারিদিকে নতুনের গুঞ্জন,
লাল-সবুজের পতাকায়, লাক্ষ শহীদের জয়গান।
চির সবুজ নবীনের প্রতি আহবান,
বিভেদের দেয়াল ভেঙ্গে  কমাও ব্যবধান।
চির সবুজের জয়গান,
সম্মুখে হও আগুয়ান।