দাও! আমাকে একটু শান্তি দাও !
তার বদলে যত পারো শাস্তি দাও।
তবু আমাকে একটু শান্তি দাও।
পৃথিবীর যত গ্লানি-বিদ্বেষ-অহংকার উঠিয়ে দাও
ক্ষুধার পেটে অন্ন দাও
বিবস্ত্রকে বস্ত্র দাও
হে বিধাতা! আমাকে শক্তি দাও ।
অহিংসা পরম ধর্ম সাবাইকে বুঝিয়ে দাও
বিপদে ধৈর্য্যরে শক্তি দাও
স্বার্থের লোভে নয় স্বজনপ্রীতি নয়।
দাও! দাও! জগত বাসিকে শান্তি দাও
লোভ লালসা ভুলে স্বদেশপ্রেম দাও
নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দাও।