অফুরন্ত অনন্ত অসীম প্রকৃতির ছায়ায়
নদীর প্রবাহ অপর রৌদ্রের মায়ায়।
মানুষ তার জ্ঞান বিবেক লোপ পেলে
অন্ধকারে পতিত হয়,
মানুষ তখন আর মানুষ থাকে না।
কোন কিছুই তাকে সন্তষ্ট করতে পারে না।
অশান্তির সূত্রপাত হয়,
অধঃপতিত হয় নৈতিকতা, প্রকৃতি ভয় পায়।
প্রকৃতি রুষ্ঠ হয়ে ওঠে মানুষের অত্যাারে,
প্রকৃতিকে বন্ধু ভাবো আপন করে।