চলো! দূরে কোথাও চলে যাই,
যেখানে থাকবে না কেউ,
নির্মল স্নিগ্ধ আকাশ বাতাস!
নিঃশ্বাস নিলে শব্দ শোনা যায়
পাখির কলরব আছে।
ঝরনার কলকল ধ্বনি আছে,
কাঁন্নার শব্দ নেই!
চলো! সেখানে চলে যাই
ঐ যে ঐ দূরে ! আরো দূরে
দূর দিগন্ত সীমানায়।
নিবিড় ঘন অরণ্যের মাঝে,
প্রকৃতির রূপে স্বর্গের দুয়ারে।
ঐ যে দূরে! আরো দূরে ঐখানে,
পাহাড়ে উপরে ঝর্নার ধারে
গিরি খাদে, যেখানে সবাইকে দেখা যায়।
অথচ, কেউ দেখবে না আমাদের।
ঐ যে ! ঐখানে, দূরে । আরো দুরে
দূরে কোথাও!