ছুটেছি অহ ির্নশ, কেঁদেছি নিশিদিন!
দেশমাতৃকার ডাকে। বীরদর্পে এগিয়ে
মুক্তির অন্বেষণে!
একটি নক্ষত্রের সন্ধানে।
করাল গ্রাসের অতল গভীরে জাতি,
কালের ছোবলে ডুবিল রাতি।
কেড়েনিল বুলি, হাতে দিল ঝুলি।
শতাব্দীর সেই ক্ষুধাতুর হাড়ে দিল ঝংকার
মা, মাটি, মাতৃভূমি বাঁচানোর হাহাকার !
একটি নক্ষত্রের সন্ধানে।
লক্ষ শহীদের বলিদান
সেই হাড়ে আবার জয়গান
মাঠে প্রান্তরে কুয়াশাছন্ন সম্মুখে দরিয়া
তবু আশা, কতনা রঙিন স্বপ্ন।
একটি নক্ষত্রের সন্ধানে।
আম্রকাননে, মুজিব নগরে, শহীদ মিনারে
ছুটেছিল দেশ মাতৃকার ডাকে।
একুল ওকুল বিশ্বব্যাপিয়া
সেই স্বাধীন পতাকার আশায়।
একটি নক্ষত্রের সন্ধানে।
বিশ্বব্যাপি দানবের হুঙ্কার ! গ্রহ হতে গ্রহান্তরে
বঙ্গভূমি কাঁপিয়ে। টুটি টিপে
কোথাও নাই ঠাঁই ! ঐ যে ঐ
শঙ্কায় আমি ইতস্তত ! ভীত, আতঙ্কিত
ঐ যে ওরা কেড়ে নিচ্ছে প্রাণ
তবু আশা ,একটু ভরসা।
নবীন প্রজন্মের দিয়ে যাব বাসযোগ্য সমাজ।
সেই মুক্তির অন্বেষণে
একটি নক্ষত্রের সন্ধানে।