নিপীড়িত প্রাণ, কত অপমান !
রক্তের বন্যা। ডেকেছে বাপ,
ধরেছে হাত, ভাই আমার।
অবশেষে সেই হাতে ওঠে লাঠি;
মুষ্টিবদ্ধ, ধরেছে প্রতীজ্ঞা।
যতক্ষণ দেহে আছে প্রাণ।
শুধু একটি নক্ষত্র। সুন্দর গ্রহ,
একটি নক্ষত্রের সন্ধানে।
ক্ষেতে নাই ফসল, পেটে নাই ভাত
উপবাসে কেটেছে কত দিনরাত।
হামাগুড়ি ! বনে জঙ্গলে রাত
মৃত্যু পিছনে! সম্মুখে হিংস্র জন্তু
তবু ভরসা, যতক্ষণ বেঁচে আছি
একটি নক্ষত্রের সন্ধানে দিয়ে যাব প্রাণ!
দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ, অসীম ত্যাগ
স্বাধীনতাকামী দামাল ছেলেদের জীবনবাজি,
নিঃস্বার্থ আত্মত্যাগ আর দেশপ্রেম।
শুধু একটি স্বাধীন পতাকার পত্ পত্ শব্দ।
সেই আশা, কখন উঠবে সূর্য পূর্ব দিগন্তে !
কুয়াশা ঠেলে, নব অরুণের উজ্জ্বল হাসি হেসে।
কখন উঠবে পূর্ণিমার পূর্ণশশী ?
সেই আদর্শ বিশ্বাসে, দেশপ্রেমের পরীক্ষা;
একটি নক্ষত্রের চূড়ান্ত পরীক্ষা।
একটি নক্ষত্রের সন্ধানে।
শিখা অনির্বান, গৌরবাঙ্গন, বীরশ্রেষ্ঠ, রক্তঋণ
নিরব স্বাক্ষী।চেয়ে আছে মুখবুজে স্থির!
মুক্তিকামী জনতার আকাঙ্খা,
স্মৃতিতে সেই অজানা বেদনা,
একটি নক্ষত্রের সন্ধানে।
সালাম রফিক বরকত হতে
’৭১ এর মুক্তিকামী জনতার উৎসর্গ প্রাণ।
কত সে করুণ, কত সে বিভীষিকা
বুলেট বিদ্ধ বাঙালির প্রাণ।
কঙ্কালগুলো ছেড়েছে দেহ হতে প্রাণ,
সেই মুক্তির সংগ্রাম
সেই নবীন সূর্যাদয়, নব নক্ষত্রের
নবীন প্রজন্মের শ্যামল সবুজ আবাস ভূমি
একটি নক্ষত্রের সন্ধানে।