ছুটির দিনে দ্বিপ্রহারিক শয্যায় থাকি চুপচাপ
টিকটিক আওয়াজ তোলে ঘড়িটা
আনন্দ অবগাহনে দুলে ওঠে মন
অপেক্ষার টানটান উত্তেজনা সারাক্ষণ।
বাইরে কড়ারোদ তারপর হঠাৎ ঘনমেঘ
দৃষ্টির ইতিউতি চুপচাপ একাকী
ভাবনার মন্থনে উঁকি মারে নীরবে।
ভাবান্তরে থাকি দৃষ্টির ইতিউতিতে
                    গুনজন মনে মনে - - -
মুহূর্তে চাঞ্চল্য ফিরে পাই পরিকল্পিত মনে।
নিঃশব্দে জেগে উঠি স্মৃতির টানে,
রোদবৃষ্টির মাঝে রঙধনু
         পূর্ব দিগন্তের উর্ধ্বাকাশে।
আবার ঘুরেফিরে শয্যায় থাকি চুপচাপ
            বেজে ওঠে টুংটাং
আচমকা দক্ষিণ প্রান্তে ঘুরি
             দ্বন্দ্বময় সংঘাতে দুলি,
ভাবি নিভৃত জীবনের দুঃখময় ঘটনা।
কখনো পায়চারি করি অস্থির ঘৃণায়
বিব্রত মনে ইতিউতি চাই.. ...
উত্তর জানালায় তপ্ত কথা প্রকাশে,
ছুটির দিনে দ্বিপ্রহারিক শয্যায়।