স্বল্প শিক্ষিতরা কর্তব্য অবহেলায় চাকরি হারালে,
পরিবার তথা নিজের ক্ষতি হয়, অভাবে চলে।
শিক্ষিতরা কাজ ফাঁকি দিলে সমাজ রাষ্ট্রের ক্ষতি হয়,
দেশ রসাতলে যায়।
অশিক্ষিতিরা সিঁধ কেটে,
পকেট মেরে গণপিটুনিতে প্রাণ হারায়,
উচ্চ শিক্ষিতরা কোটি কোটি টাকা
লোপাট করে কলমের খোঁচায়।