রাজপথের এই বাংলার ইতিহাস
                          কালের মহাকাব্য,
যুগ-যুগান্তর পেরিয়ে আমরা
                     কতোটা হয়েছি সভ্য!
আঁধার পেরিয়ে আঁকা-বাঁকা
              পথের কোনে অনন্ত আলো,
পুঁজিবাদী আর মুক্ত অর্থনীতিতে
                   আমরা কতোটা ভালো?


ছলাকলার ছলচাতুরি, দুর্নীতি
                  আর স্বজনপ্রীতিতে দক্ষ;
নীতি আদর্শ ছুঁড়ে ফেলে
          অনৈতিক কাজে বড়ই পরিপক্ক।
পক্ষপাতপূর্ণ দলীয় শাসন
                  উন্নয়নের পথে বড় বাঁধা,
স্বদেশী স্বার্থ বিদেশী পুঁজির
                     দস্তখতে পড়ে আটকা।