আমি দেখেছি তারে ফুল হাতে দাঁড়াতে
               আমার হৃদয় আঙ্গিনাতে,
সে যে বেঁধেছে বাসা - দিয়েছে আশা
            আমার হিয়ার মাঝে;
সে যে সকাল দুপুর সন্ধ্যা সাঁঝে
ছায়া হয়ে ফেরে আমারই কাজে।
আমি দেখেছি তারে ফুল হাতে দাঁড়াতে
        আমার ফাগুন বাড়িতে।
সে যে নীরবে নীরবে
        প্রর্থনা সারে,
               তোলে পূজার ফুল।
সে যে আমারই পথপানে
      নিত্য চেয়ে থাকে ।
              আশা ভরসায় ব্যাকুল।
আমি দেখেছি তারে ফুল হাতে দাঁড়াতে
          অমার হৃদয় আঙ্গিনাতে।