জেগে ওঠো বাঙালি
                                 এম. মাহবুব মুকুল
জেগে ওঠো বাঙালি, ঘুমাও না আর;
বিশ্বসভায় শোভাবর্ধন করো এবার।
ঐ দেখো দিগন্তে সোনালী আলো,
সময় এসেছে, বিজ্ঞানে জ্ঞানের মশাল জ্বালো।
স্বগৌরবে পাড়ি দাও কণ্ঠকাকীর্ণ পথ,
স্বদেশ গড়তে ব্যক্ত করো তোমার মতামত।
জেগে ওঠো বাঙালি , ঘুমাও না আর;
বই পড়ো। জ্ঞানের চর্চা করো সবাই আবার।
জাগিয়ে তোল জাতিসত্তা দেশপ্রেমে,
কর্মক্ষেত্রে নিষ্ঠাবান হও দমে দমে।
বহিঃবিশ্বে ছড়িয়ে দাও বাঙালির জয়,
জেগে ওঠো বাঙালি, কোন কাজ ছোট নয়।
মিথ্যাকে দূরে রেখে, সত্যের ইতিহাস শেখো;
কুৎসা রটনা কারীদের যুক্তিতর্ক দিয়ে রোখো।
জেগে ওঠো বাঙালি, কর্মক্ষেত্রে চলো;
সবাইকে অবাক করে , জ্ঞানের মশাল জ্বালো।